চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

জনাব মোঃ নুরুজ্জামান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ নূরুজ্জামান পঞ্চগড় জেলার ‘চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’ হিসেবে গত ০৪/০২/২০২৫ খ্রি. তারিখে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি. (সম্মান) ডিগ্রি অর্জন করেন। অতঃপর গত ২২/০৫/২০০৮ খ্রি. তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে ‘সহকারী জজ’ হিসেবে পাবনা জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
তিনি দেশে ঢাকাস্থ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে মৌলিক প্রশিক্ষণ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ ছাড়াও বিদেশে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি হতে বিচার-প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তাঁর নিজ জেলা সাতক্ষীরা।