জেলা ও দায়রা জজ

জনাব মোঃ ইমদাদুল হক
সিনিয়র জেলা ও দায়রা জজ, পঞ্চগড়
জনাব মোহাঃ ইমদাদুল হক ০১/০২/১৯৭৯ খ্রি. চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ফতেপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২২তম বিসিএস (১ম বিজেএস) এর মাধ্যমে সহকারী জজ হিসেবে নাটোরে যোগদান করেন। পরবর্তীতে তিনি রাজশাহীতে সিনিয়র সহকারী জজ ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে, জামালপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে, বগুড়া ও রাজশাহীতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে এবং নাটোর ও রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ০২/০৩/২৫ খ্রি. পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর পরিচিতি নম্বর- ২০০৬২০১০৩৩ ।
কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষন গ্রহণ করেন যার মধ্যে ২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গ জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষন গ্রহন, কলকাতা হাইর্কোট সহ কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন আদালত পরিদর্শন, ২০১৮ সালে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভুপাল ও কেরালা জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহন অন্যতম।
বর্তমানে তাঁর নেতৃত্বে বিচার বিভাগ, পঞ্চগড় জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছে।